বন্ধুকে শুভেচ্ছা…কিন্তু বন্ধু কে, কে বন্ধু?…


কপি পেষ্ট মেসেজের মতো আজকাল
বন্ধুতায় আর হৃদিতা নাই।
এই যেন অনুভব হীন ফ্যাকাসে ও গতানুগতিক সম্পর্ক!
মন, মননের বালাই নাই
দায় নাই, দায়িত্ব নাই.. আবেগ, আকুতি কিছুই নাই ;
তবু আমরা কাউকে কাউকে বন্ধু ভাবি, বন্ধু বলি..
কারণ পৃথিবীতে এই একাটাই সম্পর্ক যা রক্তিয় বা আত্মীয় নয়..
এটি একটি নিখুঁত আত্মিক সম্পর্ক যা মানুষ নিজে তৈরি করে; আর তা একেবারেই নির্মোহ… নিঃস্বার্থ ভাবনায়।

শুভেচ্ছা বন্ধুকে-
কি বন্ধু কে, কে বন্ধু?

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “বন্ধুকে শুভেচ্ছা…কিন্তু বন্ধু কে, কে বন্ধু?…

  1. শুভ সকাল এবং সালাম নিন স্যার।
    আমরা আসলে কেউ কারো বন্ধু নই।
    কপি মেসেজের মতো বন্ধুতায় আর হৃদিতা নাই। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।