তেঁতো রুটি

চাঁদের বুকে জ্বলসানো হাত। কালের দহন।
তবুও শিশির নামে। উন্মুক্ত শৈল প্রপাত। দেহ পেলে দেহ, মন পেলে মন।
আগলের ঝাপ তুলে ফুলেরা যুক্ত হয় জ্যোৎস্না মন্থন উৎসবে। অধরা পবন।
তখন এক মুহূর্তের জন্য হৃদয় উষ্ণ হয়ে উঠে-
ইচ্ছে গুলো স্বপ্নের মতন ডানা মেলে। চিত্তে মায়া লুটে…। বাস্তবে জীর্ণ প্রান্তর ।
ধুলোর তাণ্ডবে বিধ্বস্ত । রুক্ষ্ণ স্বর। অন্ধকার লেপটে রয় তামাক পোড়া ঠোঁটে।

এভাবে রোজ গিলি তেঁতো রুটি। আধ ভুক ঘুমাই। …

দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “তেঁতো রুটি

  1. বেশ গম্ভীর এক চাদরে আবৃত লিখাটি আপনার মৌলিক স্বতন্ত্রসত্তাকে অনবদ্য করেছে।  জানাই বিনম্র শ্রদ্ধা এবং সালাম প্রিয় স্যার। গুড লাক ফর এভরি মোমেন্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।