পরকীয়া-২
ভাবতে ভাবতে আঁকতে থাকি
তোমার কাজলা বরণ দুটি আঁখি
চলতে চলতে বুনতে থাকি
আমার বাসর রাতের টুকিটাকি।
বছর প্রায় শেষ
ফাল্গুন এলেই আগুন লাগে
অন্তর অভ্যন্তর বিশেষ
আজো দিন কেটে যাচ্ছে রাগে অনুরাগে।
তুমি কি পারো নিদ্রার সূক্ষ্ম স্বাদ নিতে
বিস্তীর্ণ বেদনা বয়ে যায় তনুতে অণুতে।
তলে তলে ইচ্ছারা সব বিদ্রোহীর দলে
পুজো দেয়া ফুল গুলোও যোগ দিচ্ছে সমূলে।
তুমি বুঝো কি বুঝো না
খুঁজে খুঁজে যেই জবাব আজ অবধি পাইনা।
ধারাবাহিকতায় অনেক সুন্দর উঠে এসেছে। আপনি নিজেও জানেন। ধন্যবাদ স্যার।
অসাধারণ হয়েছে কবি দা। অনেক ভাল লেখা পেলাম।
চমৎকার ধারাবাহিকতা। আপনার পর্বগুলোর নিয়মিত পাঠক হতে চাই। আশা করি দুঃখিত করবেন না।
না পা্ওয়াই থাক কবি,,,,,,,,,,,,,,,,,,