পরকীয়া-২

পরকীয়া-২

ভাবতে ভাবতে আঁকতে থাকি
তোমার কাজলা বরণ দুটি আঁখি
চলতে চলতে বুনতে থাকি
আমার বাসর রাতের টুকিটাকি।

বছর প্রায় শেষ
ফাল্গুন এলেই আগুন লাগে
অন্তর অভ্যন্তর বিশেষ
আজো দিন কেটে যাচ্ছে রাগে অনুরাগে।

তুমি কি পারো নিদ্রার সূক্ষ্ম স্বাদ নিতে
বিস্তীর্ণ বেদনা বয়ে যায় তনুতে অণুতে।

তলে তলে ইচ্ছারা সব বিদ্রোহীর দলে
পুজো দেয়া ফুল গুলোও যোগ দিচ্ছে সমূলে।

তুমি বুঝো কি বুঝো না
খুঁজে খুঁজে যেই জবাব আজ অবধি পাইনা।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “পরকীয়া-২

  1. ধারাবাহিকতায় অনেক সুন্দর উঠে এসেছে। আপনি নিজেও জানেন। ধন্যবাদ স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অসাধারণ হয়েছে কবি দা। অনেক ভাল লেখা পেলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।