চিবুক তোল
নিভিয়ে দেবো চাঁদের অহংকার
আঁখি খোল
থামিয়ে দেবো নীল নদের জোয়ার …
ভাঙ্গুক আকাশ তুমুল গর্জনে ,
তুমি তোমার চুল ছাড়ো
দীর্ঘশ্বাস নামুক মেঘের বনে
উড়াল দেবো যুগল পাহাড়ে
উসুলে …ঝড়ো আবেগে…
রোদ্দুর মাখুক লাল গোলাপের বাগান
যতো পারে
লজ্জায় মরুক- জোড়া শামুক
অমৃত হোক আমাদের কাঁদাকর দিন
তারপর বৃষ্টি নামুক।
দা উ দু ল ই স লা ম
নৈমিত্তিক আপনার স্বতন্ত্র স্বতন্ত্র-সব চেতনায় লিখন; আপ্লুত হই ভালো লাগে স্যার।
বেশ লাগল কবি,,,,,,,,,,,,


বেশ ভালো লাগলো কবি।
অসাধারণ রূপকে আঁকা নিত্য জীবনের চিত্র ফুঁটে উঠেছে

ঝড়ো আবেগে… রোদ্দুর মাখুক লাল গোলাপের বাগানে। অসাধারণ কবি দা।