খরস্রোতা রক্ত

খরস্রোতা রক্ত

জানতাম তুমি উড়ে যাবে
তাই আমি স্ফুটিত পুষ্পের মত হাসলাম
জানতাম তুমি পুড়ে যাবে
তাই আমি অন্ধকার গহ্বরে ডুব দিলাম।

আমি জানতাম ঐ চোখে সমুদ্রের ঢেউ
আমিই দেখতাম, দেখতোনা আর কেউ!

পদ্মভাসিনী
তোমার নিটোল অঙ্গে-
আমি দেখতাম নীল আকাশের ছায়া মেঘ,
সোনালী রোদ…
হৃদয়ের অতলান্তের সমস্ত আবেগ
উদীঘল জলসীমায় বাঁধে স্বপ্নবোধ;
তুমি রক্তের ভেতর বাইছো খরস্রোতা নদী
যৌবনের উন্মুক্ত বিচরণে নামতো বৃষ্টি,
পূর্ণিমা স্নানে আসতে যদি!

উদার নীলিমা ছুঁইয়ে লেগে থাকে অশ্রুর দাগ
আমিতো জানতাম
ওষ্ঠ চুম্বনের গোপন দাবী নিয়ে মায়া হরিণী করেছে রাগ।
আমি জানতাম নিকষ অভিমানে বিক্ষুব্ধ কাল বৈশাখ
বুক পেতে রেখেছি তাই
নির্লোভ আলিঙ্গনে বরন করে নিতে চাই বিবাগী রাত।

একাকীত্বের ক্রন্দন ভাষা আমার জানা
তুমি আড়াল হবে, যদিও পালাতে পারবেনা
এই শহরের অলি গলি
এই নগরের নানান গন্ধ গুলি,
এবং কি অগোচরের লোলুপ চোখ গুলি; আমার চেনা জানা
তুমি উড়ে যাও
ভেসে যাও, নতুবা হারিয়ে যাও বিহঙ্গের মুক্ত ডানায়
আমি বাঁশরীর সুর তুলে
কবিতার মাদলে ,
দ্যুতির্ময় পবিত্র সকালে হাজির হবো সম্মুখ তোমার।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “খরস্রোতা রক্ত

  1. বরাবরের মতো সুন্দর লিখা। সাথে থাকা প্রচ্ছদ ছবিটিও কম অসাধারণ নয়। ধন্যবাদ এবং শুভ সকাল স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দূর্দান্ত একটি কবিতা প্রিয় দাদা ভাই। অভিনন্দন অভিনন্দন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।