তোমাকে চিনেছি আমি
তোমাকে চিনেছি আমি
ভোরের শিশির
নৈশব্দের দীর্ঘশ্বাস তুমি
কান্না নিরবধির
ছুঁয়েছো কবির অন্তর
আতপ্ত হাতে
যৌবনন্ধ দাবীর দুর্মার
অনল নেভাতে,
প্রজ্বলিত চিত্তে বেমালুম
হই মুখোমুখি
সুডোল বুকের উষ্ণতার
দিয়েছো ফাঁকি!
নাকি এমনিই তোমার
স্বভাব? মমতার
হাতছানিতে পোড়াও কাবাব।
সারা রাত
নির্ঝর শিশির প্রপাত,
আমি চিনেছি তোমাকে-
বুকের ভেতর বেহিসাব আঘাত।
সারা রাত
নির্ঝর শিশির প্রপাত,
আমি চিনেছি তোমাকে-
বুকের ভেতর বেহিসাব আঘাত। ___ চমৎকার প্রিয় স্যার।
অনন্য এবং সুন্দর হয়েছে কবি দা।
নমস্কার কবি দাউদ ভাই। কিছুটা বিরতি পড়ছে আজকাল আপনার লিখায়। বোধয় ব্যস্ত রয়েছেন।
সারা রাত
নির্ঝর শিশির প্রপাত,
আমি চিনেছি তোমাকে-…
* অনেক সুন্দর প্রকাশ…