কি সুখ পাও বলো
কি সুখ পাও বলো?
বলো কোন তৃপ্তির আড়ালে লুকিয়ে রাখো নিজেকে।
জানো-
শ্রাবণ আসেনি এখনো; তবু
আকাশে মেঘের ঘনঘটা, বাতাসে বৃষ্টির অভিমান
রোদ্রের দেখা মিলেনি সকাল থেকে
তোমার ভাবনায় স্মৃতির পাতা হয়ে আছে ম্লান।
বলো, কি সুখ পাও?
আড়ালের চরাচরে গুপ্ত নিঃশ্বাসের ভারী শূন্যতা
দিক দিগন্তে খুঁজেছি, ডেকেছি নাম ধরে
নিথর স্তব্ধতা ভেঙ্গে করেছি খান খান; অবনীতা
তুমি শুনেও কি দাও না জবাব? নাকি
বধির হয়ে দেখছো আমার রুধীরাক্ষের নির্মমতা!
আড়ালের সীমান্তে পৌঁছে দিই আমার আত্মচিৎকার
বাতাসের কানে কানে বলে দিই তোমার আমার গোপন কাহিনী
রাতের অন্ধকারে উড়িয়ে দিই সমস্ত সাধ আহ্লাদ
ভোরের পাখির সঙ্গে প্রহর গুনি নতুন একটি দিনের
আর সম্যক আকুতিতে অপেক্ষায় থাকি উন্মোচনের তোমার
আড়ালের বাঁধ ভেঙ্গে আসো আলোর জোয়ারে
অভিমান ভুলে হেসো আরেকটিবার;
আমি তোমার জন্য লিখবো সহস্র নতুন কবিতা
বুনবো অজস্র স্বপ্নের বারতা।
"সম্যক আকুতিতে অপেক্ষায় থাকি উন্মোচনের তোমার
আড়ালের বাঁধ ভেঙ্গে আসো আলোর জোয়ারে
অভিমান ভুলে হেসো আরেকটিবার;
আমি তোমার জন্য লিখবো সহস্র নতুন কবিতা
বুনবো অজস্র স্বপ্নের বারতা।" ___ চমৎকার কিছু একটা পড়লাম প্রিয় স্যার।
অনেক সুন্দর হয়েছে কবি দা।
অবনীতা
তুমি শুনেও কি দাও না জবাব? নাকি
বধির হয়ে দেখছো আমার রুধীরাক্ষের নির্মমতা! > মুগ্ধ হলাম কবি ভাই।
কেমন আছেন প্রিয়?
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
সীমাহিন রোমান্টকতার মাদকতায় শিক্ত লেখা।
এ যেন প্রিমিক কবি। দেবী ও কবি শিরোনামে লেখা কবিতাগুলোতে তা বুঝছি অনেক আগেই।
ভালো থাকুন সতত।