লাঞ্ছিত আত্মা

লাঞ্ছিত আত্মা

এক হাতে লাঞ্ছনা আমার অন্য হাতে সম্ভ্রম
শত চক্ষুর বঞ্চনা সয়ে রুদ্ধ হয়েছে বুকের দম,
রক্তে শোণিতের ধারা হৃদপিণ্ড চুষে বুভুক্ষরা
নির্মম তীব্রতর খরায় পুড়ে যায় সমস্ত স্বপ্নরা।

আমি পারিনি বাঁচাতে আমার মাতৃকার সম্ভ্রম
আমি বুঝিনি আত্ম মর্যাদা খুইয়েছি কখন!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “লাঞ্ছিত আত্মা

  1. সম্প্রতি বাংলাদেশে নির্বাচনোত্তর এক নারীর সম্ভ্রহানীর সংবাদে দুঃখবোধ জানাচ্ছি। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।