লাঞ্ছিত আত্মা
এক হাতে লাঞ্ছনা আমার অন্য হাতে সম্ভ্রম
শত চক্ষুর বঞ্চনা সয়ে রুদ্ধ হয়েছে বুকের দম,
রক্তে শোণিতের ধারা হৃদপিণ্ড চুষে বুভুক্ষরা
নির্মম তীব্রতর খরায় পুড়ে যায় সমস্ত স্বপ্নরা।
আমি পারিনি বাঁচাতে আমার মাতৃকার সম্ভ্রম
আমি বুঝিনি আত্ম মর্যাদা খুইয়েছি কখন!
কবিতায় সত্য উপলব্ধি। বিনীত শুভেচ্ছা প্রিয় স্যার।
অসাধারণ কবিতা কবি দাউদ ভাই।
* অসাধারণ প্রকাশ…
সম্প্রতি বাংলাদেশে নির্বাচনোত্তর এক নারীর সম্ভ্রহানীর সংবাদে দুঃখবোধ জানাচ্ছি।
দিদি সমবেদনা জানাবার সাহস নেই আমার
অবনত হলাম নারীর সম্মুখে