শুভ জন্মদিন প্রিয় “মুরুব্বী” আজাদ কাশ্মীর জামান
শব্দনীড় ব্লগের প্রাণপুরুষ, বাংলা ব্লগের অন্যতম নক্ষত্র, ইতিমধ্যে যার হাত ধরে হাজারো ব্লগারের পথ চলা ও সাফল্য গাঁথা রচনা রচিত হয়েছে আজ সেই শুদ্ধজাতকের জন্মদিন!…
শুভ জন্মদিন প্রিয় “মুরুব্বী” আজাদ কাশ্মীর জামান…
আসলে আমরা সব সময় মঞ্চের লোক গুলিকেই দেখি,
মঞ্চ যিনি সাজিয়ে দেন তাকে কখনো দেখিনা
পর্দায় ভেসে আসা চিত্র টি দেখি কিন্তু চিত্রের রুপকার কে দেখিনা;
আলো জ্বালাতে সবাই পারে
ইলেক্ট্রিক বোর্ডের নির্দিষ্ট সুইচ অন করে দিলেই আলো জ্বলে উঠলো
কিংবা দিয়াশলাই মেরে বাতি জ্বালানো-
কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছেন যারা আলো জ্বালানোর ব্যবস্থা করতে পারে,
তারা জানে আলো জ্বলানোর নেপথ্যের কাজ গুলো,
জানে এবং নিপুন হাতে সেই কাজ গুলো করে দেয় বলেই আমরা সহজে সুইচ টিপে আলো জালাতে সক্ষম হই।
আর আপনি হচ্ছেন আলোকরনের সেই নেপথ্যের মানুষ।
অনেক অনেক শুভ কামনা ও আন্তরিক শুভেচ্ছা!…
ভালোবাসা ও শুভ কামনা।
অশেষ কৃতজ্ঞতা মি. ফয়জুল মহী।
শুভ জন্মদিন।
ধন্যবাদ মোছাব্বিরুল হক।
শুভ জন্মদিন
অসংখ্য ধন্যবাদ ইকরামুল শামীম।
শুভ জন্মদিন, সুপ্রিয় শ্রদ্ধেয়। অঢেল ভালোবাসা এবং শুভকামনা। ❤
আপনাকে ধন্যবাদ মি. শামীম নিপু। ভালো এবং নিরাপদ থাকুন।