শুভ জন্মদিন হে বঙ্গতাজ

শুভ জন্মদিন হে বঙ্গতাজ!
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে ঘনিষ্ঠ সহচর, পরম আস্থাভাজন ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন আহমদ এর ৯৫তম জন্মবার্ষিকী তে বিনম্র শ্রদ্ধা।

আল্লাহ আপনাকে পরকালীন সম্মান ও শান্তি দান করুন।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “শুভ জন্মদিন হে বঙ্গতাজ

  1. কোটি প্রাণে আজও বিরাজ থাকুন তিনি। শুভ জন্মদিন হে বঙ্গতাজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. প্রথমেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শুভ জন্মদিন হে বঙ্গতাজ।   

মন্তব্য প্রধান বন্ধ আছে।