এখনো ভালোবাসি

2698

এখনো তো ভালোবাসি এখনো কাছে আসি, হাসি
রাশি রাশি জ্যোৎস্নার মত ভাসি আকাশে বাতাসে
মন চাইলেই পাবে সাক্ষাত; আগের মত নিশিরাতে
দাঁড়াও যদি বাতায়নের পাশে- হে উর্বশী

এখনো আঁকি স্বপ্ন, আঁকি মুখ
এখনো অপেক্ষায় থাকি- ধুক ধুক বুকে রুদ্ধশ্বাস
কল্পনা বিমুখ সেই সব স্মৃতি-উচ্ছ্বাস
ক্ষুদ্র ক্ষুদ্র বালি কণায় গড়েছে পাহাড় সমান দুঃখ

কখনো কখনো সামনে এসে দাঁড়ায় কঠিন এক প্রশ্ন
-বহুদিন আগে চুমিয়ে ছিলাম পৃথিবীর সবচেয়ে উষ্ণ
গাঢ় রক্তিম দুটি ঠোঁট;
জীবনের অন্তিম বেলায়- যৌবনের সেই দৃঢ় উল্লাস
প্রাণের বোঁটায় আজো মারে খোঁট।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “এখনো ভালোবাসি

  1. বহুদিন আগে চুমিয়ে ছিলাম পৃথিবীর সবচেয়ে উষ্ণ
    গাঢ় রক্তিম দুটি ঠোঁট;
    জীবনের অন্তিম বেলায়- যৌবনের সেই দৃঢ় উল্লাস
    প্রাণের বোঁটায় আজো মারে খোঁট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।