বুকের ভেতর
মাটির পিদিম জ্বলে..
নিভু নিভু আলোয় দোলে শিখা.. লজ্জার লালে..
সেই আলোয় ঝলকে উঠে নবীন বধূর নাকের নোলক
দীঘল ঘোমটার আড়ালে…
শুকনো পাতার কড়মড় কলতান ভাঙে নৃত্য মত্ত চরণ
গোপনে – ইশারায় ডাকে আমাকে নেশাগ্রস্ত দু’নয়ন!..
নিভু নিভু আলোয় খুজে নিই সরু পথ
তাণ্ডব মুখর ঝড়ের মোকাবিলায় আমিও হই দূর্মার!
পিচ্ছিল ঢাল বেয়ে নামতে নামতে
তলিয়ে যেতে যতে……
মোহিত করে প্রাচীন মৃণ্ময়ী ঘ্রাণ
কবেকার মৃদঙ্গ তালে
বাজে চুড়ির রিনঝিন ঝংকার!…
2 thoughts on “ঘোমটার আড়ালে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তলিয়ে যেতে যতে……
মোহিত করে প্রাচীন মৃণ্ময়ী ঘ্রাণ
কবেকার মৃদঙ্গ তালে
বাজে চুড়ির রিনঝিন ঝংকার!
খুব সুন্দর কবি দা