হৃদয় হন্তারক
চক্ষু!…
পলকে নিক্ষেপ করলো তীর, ফাগুনের সোমত্ত শিমুল- পলাশের বুকে!
আহ… রক্ত
রুদ্ধশ্বাসে
থমকে আছে
বসন্ত দুপুরে রোদ্দুর উষ্ণতা মাখা দখিনা বাতাস
মন কাড়ে না কোকিলের কুহু ডাকে;
জানি
সে-ও দেখে
বেদনাহত প্রজাপতির বারো হাজার চোখের ধূ ধূ
তিক্ত স্বর জাগা নীলকণ্ঠ
অবাক লাগে- ফুলের অভিসারে প্রজাপতির মৃত্যু!
অ লেখা কবিতার মর্মরে
মৌন বিলাপের সুর।….
অন্তিম সমাধিতে গহন লাগা চাঁদ
অন্তরে
চির প্রেমের অতৃপ্ত হাহাকার, বেদনাবিধুর বসন্ত!…
অবাক লাগে- ফুলের অভিসারে প্রজাপতির মৃত্যু!
অ লেখা কবিতার মর্মরে
মৌন বিলাপের সুর।