স্থিতির ভেতর
আচমকা অস্থির হয়ে উঠে সময়…
ঘুমন্ত
নগরময় মুহূর্তে ঝাঁকুনি খেলে যায়,
অন্ধকারে মুচড়ে পড়ে সীমানা প্রাচীর,
পুরনো বাড়ী;
চির নিস্তব্ধতার এক প্রবাল মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে
নাড়ী ছেড়া সদ্য প্রসবিত নবজাতকের নিষ্পাপ কান্নার মত ভাষাহীন!…
এ-ই হচ্ছে একটি কবিতা জন্মের পূর্ব ইতিহাস!
প্রলয় বধির কবির আত্মায় সংঘটিত বহুবিধ কষ্টের নির্যাস।
এ-ই হচ্ছে একটি কবিতা জন্মের পূর্ব ইতিহাস!
প্রলয় বধির কবির আত্মায় সংঘটিত বহুবিধ কষ্টের নির্যাস।
খুব সুন্দর বলেছেন!