বহুবিধ কষ্টের নির্যাস

2735

স্থিতির ভেতর
আচমকা অস্থির হয়ে উঠে সময়…
ঘুমন্ত
নগরময় মুহূর্তে ঝাঁকুনি খেলে যায়,
অন্ধকারে মুচড়ে পড়ে সীমানা প্রাচীর,
পুরনো বাড়ী;
চির নিস্তব্ধতার এক প্রবাল মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে
নাড়ী ছেড়া সদ্য প্রসবিত নবজাতকের নিষ্পাপ কান্নার মত ভাষাহীন!…

এ-ই হচ্ছে একটি কবিতা জন্মের পূর্ব ইতিহাস!
প্রলয় বধির কবির আত্মায় সংঘটিত বহুবিধ কষ্টের নির্যাস।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “বহুবিধ কষ্টের নির্যাস

  1. এ-ই হচ্ছে একটি কবিতা জন্মের পূর্ব ইতিহাস!
    প্রলয় বধির কবির আত্মায় সংঘটিত বহুবিধ কষ্টের নির্যাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।