আমি ফেরত চাই আমার বিশ্বাস
ফেরত চাই আমার সবুজ মনন
আমার অবুঝ মন
আমার সহজ দৃষ্টি
ফেরত চাই আমার রাঙাদিন
আমার স্বপ্নিল রাত
আমার শব্দের বালখিল্যতা
আমার মমতা
আমার প্রাণের ছায়া…. জীবনের মায়া।
2 thoughts on “ফিরিয়ে দাও”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমি ফেরত চাই আমার বিশ্বাস
ফেরত চাই আমার সবুজ মনন
আমার অবুঝ মন
আমার সহজ দৃষ্টি
ফেরত চাই আমার রাঙাদিন
আমার স্বপ্নিল রাত
আমার শব্দের বালখিল্যতা
আমার মমতা
আমার প্রাণের ছায়া…. জীবনের মায়া।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমার শব্দের বালখিল্যতা
আমার মমতা
আমার প্রাণের ছায়া…. জীবনের মায়া।
দারুণ! সুন্দর একটা কবিতা। কবির জন্য শুভকামনা থাকলো।