চল … বৃষ্টি মোহন জোছনায় নামি

2882

বৃষ্টি মোহন জোছনায় নামি চল …
চোখের অতলে টলকে উঠা নেশার মাদকতায় চলো ভিজি,
যৌবনের উচ্ছল সম্মোহনে চল দু’জনে মিলে বৃষ্টি চুমি !

দেখো শিউলি ঝরা উঠোনে বুদ বুদ নৃত্য
রতি মত্ত পতঙ্গের মত
মুঠো মুঠো জোছনা আর বৃষ্টির অদ্ভুত আলিঙ্গন!

চল, ভিজিয়ে নিই আগুনের হল্লামাখা বহুদিনের পুরনো দহন
ভিজিয়ে নিই বুকের শ্মশান, উতলা চপলে কদর্মাক্ত জলে
বিলিয়ে দিই আমাদের রুক্ষ অতীত! সতত জোছনায়, বৃষ্টির নিনাদে
চল উন্মুক্ত হই দুর্মদ অবাধে।

বহুকাল ধরে নিঃশ্বাসের যেই অস্বস্তি আমাকে কুরে কুরে খাচ্ছে
সেই নিঃশ্বাসে আজ তোর চুলের বন্য সুবাস নিতে দে,
নির্বাণ দহনে বুকের যেই গ্রন্থি এত কাল ছিলো রুদ্ধশ্বাস!
জোছনা চাদরে আজ তাকে পেতে দে ভরা বৃষ্টির আস্বাদন;
তুই ও ধুয়ে নেয় সাত জনমের কষ্টের কাহন, নির্লজ্জ খিদে;
প্রাণের তাগিদে- প্রাণ ভরে পুঁতে দে বিরহী অস্তিত্বের সন্তরণ !

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “চল … বৃষ্টি মোহন জোছনায় নামি

  1. জোছনা চাদরে আজ তাকে পেতে দে ভরা বৃষ্টির আস্বাদন;
    তুই ও ধুয়ে নেয় সাত জনমের কষ্টের কাহন, নির্লজ্জ খিদে;
    প্রাণের তাগিদে- প্রাণ ভরে পুঁতে দে বিরহী অস্তিত্বের সন্তরণ ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।