ঠিকানা হীন

2992

আমি কি এসেছি যে- চলে যাবো
আমি কি হারিয়ে গেছি যে ফিরে আসবো?
আমি কিছুই পাইনি যাকে হারাতে হবে
কিছুই খুঁজছিনা যাকে পেতে হবে;
আমি এমনই যেটা তোমরা দেখছো না
আমি তেমন নই যেমনটা দেখছো
আমি আমি নই
আমি সে-ই
এ-ই আমি কখনো আমি নই!…
যেটুকু দূরত্ব আমার তোমাদের সাথে
সেই টুকু নৈকট্যে আমি তাহারই সাথে
কে সে
সে কে…?
কে কাকে ডাকে
কার ডাক কে শুনে!..
কতো কথা কতো ব্যাথা কতো কি অভিমান
কাকে বলি- কে শুনে৷ কে দেবে পরিত্রাণ!…
আমার ভাষায় আমার প্রার্থনা.. বিগলিত অশ্রুধার
কেউ নয় কারো, যার যার জবাব তার তার
আত্মা যার নিয়ন্ত্রণও তাহার….

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “ঠিকানা হীন

  1. আমার ভাষায় আমার প্রার্থনা.. বিগলিত অশ্রুধার
    কেউ নয় কারো, যার যার জবাব তার তার
    আত্মা যার নিয়ন্ত্রণও তাহার…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।