আমি নির্বোধ
মূর্খ
পিপাসাক্রান্ত নাদান!..
তুমি চাইলেই
নিতে পারো শোধ
ক্ষমাও
দিতে পারো করুণা দান।
আমি হীনবল
পাপিষ্ঠ
লঙ্ঘন করেছি সীমানা প্রাচীর!..
তুমি সর্বোত্তম
করতে পারো কুক্ষিগত
মুক্তও
দয়ার আধার হতে পারো অধীর….
আমি নির্বোধ
মূর্খ
পিপাসাক্রান্ত নাদান!..
তুমি চাইলেই
নিতে পারো শোধ
ক্ষমাও
দিতে পারো করুণা দান।
আমি হীনবল
পাপিষ্ঠ
লঙ্ঘন করেছি সীমানা প্রাচীর!..
তুমি সর্বোত্তম
করতে পারো কুক্ষিগত
মুক্তও
দয়ার আধার হতে পারো অধীর….
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তুমি সর্বোত্তম
করতে পারো কুক্ষিগত
মুক্তও
দয়ার আধার হতে পারো অধীর…. আমীন।