আমি কোথাও যাইনি
জেগে আছি
রাতের পাঁজরে চন্দ্রিকা বনে
একটি নক্ষত্রের ভালোবাসা অন্বেষণে
আমি জানি সে আসবে
আছি সত্তার নিবড়ে
চেয়ে আছি কণ্টক বিস্তর সড়কের পাণে
একটি স্নিগ্ধ গোলাপের প্রত্যাশায়।
রাতের তৃতীয়া পক্ষের অভিসারে
ডুবে আছি
একটি অমর্ত্য প্রেমের আশায়
রাতের তৃতীয়া পক্ষের অভিসারে
ডুবে আছি
একটি অমর্ত্য প্রেমের আশায়
প্রেম সর্বত্রেই বিরাজ করে কবি দা
ভাল থাকবেন