শাণিত তরবারি

314

বহুকাল পুরোনো তরবারি টি
শান দিচ্ছি নুনে জলে
ধারালো বুকটি চকচক করছে
ঝিলিকমারা চোখে
ব্যাক্ত করছে শাণ ধার
আসলে-

এবার সে চলতে চাইছে
চলতে চাইছে রক্তের অববাহিকায়
প্রাণের প্রকোষ্ঠে
এবার ছড়েছে তার কতল কর্মক্ষুধা
শাণের সোপানে
খুনের কলা কৌশলে
বলি হোক জগত সংসার
বলি হোক রক্তবিষ
ঘৃণ্য অহংকার!…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “শাণিত তরবারি

মন্তব্য প্রধান বন্ধ আছে।