আমরা আমাদের স্বতন্ত্র ভাবনা গুলোকে হত্যা করছি স্বৈর নীতির কষাঘাতে।
স্বপ্নগুলো বিক্রি করা হয়েছে সে-ই কবে;
বাস্তবে
আমরা বন্দি হয়ে আছি জন্ম জন্মান্তর।.. তবে
কেউ কেউ বেচে আছে
বিকৃত রুচিবোধের কাছে নিজেকে বিক্রি করে!
না না আমি একদমই বেশ্যালয়ের কথা বলছি না।
বেশ্যালয় তো সেখানে চলে
যেখানে পুরুষ হয়ে উঠে অরাধ্য
আমরাতো অনেক আগেই মেনে নিয়েছি নিজেদের হিজড়া রূপ!…
অ পুরুষ
আর অ নারীতে
জন্ম নিচ্ছে আমাদের বিকলাঙ্গ প্রজন্ম!…
তবুও খবর আসে
এক পুরুষে পুড়ছে অজস্র আত্মা
যারা পুষে রেখেছে তাদের স্বতন্ত্র সত্তা।
© নতুন পাণ্ডুলিপি
অনেক শুভ কামনা রইল কবি দা
বরাবরের মতো এই লিখাতেও একরাশ মুগ্ধতা জানিয়ে গেলাম প্রিয় কবি স্যার।
অপুর্ব সুন্দর অনুভুতির স্বাদে লেখা