কোথাও নেই কবি

3259

পরম কষ্ট গুলো নিমেষে ঢেকে ফেলে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পচিত্র। নীরবে খসে যায় নক্ষত্র। শূন্য আকাশে শ্রান্তি পরিক্রমা, বিরান ক্যানভাসে উঠে আসে উই পোকার ঢল। নেহাতই নগণ্য
কিছু শব্দ- যাকে পুঁজি করে এতকাল বেঁচেছিলো কবি। সংকোচে- নিঃসংকোচে হেসে ছিলো
পল্লবী চাঁদ! হিংসার আগুন- তাকে সর্বস্বান্ত করে দিয়ে গেছে।নিঃশেষ হয়ে গেছে সুরভী বাতাস। হঠাৎ… অদ্ভুত এক নির্বাণ জাগে, তির্যক চোখে। মৃত আবেগে। উদ্বিগ্ন আর প্রখর দৃষ্টি আটকে যায় দৈনিক পত্রিকার সাময়িকী পাতায়, লিটল ম্যাগে, অনলাইন পোর্টালে…

আজন্মকাল ধরে যে শব্দবীজ বুনেছি বহু যতন করে, যে অক্ষরে ফুটেছে হৃৎপদ্ম, যে স্বরে
দুলেছে চিত্ত, লুটেছে মায়া- হয়েছে তীর্থ; পবিত্র সে অক্ষর গুলো ভেসে যাচ্ছে নগ্ন জোয়ারে
… উলঙ্গ সাঁতারে!… কোথাও নেই কবি!

কবি নেই কবিতার সন্ধ্যার আসরে। মেলার মাঠে। কাদামাটির প্রান্তরে।ধান সিঁড়ি নদীর তীরে। আমি খুঁজেছি তারে- সাম্য সবুজে, সোঁদা অরণ্যে, নীল অনিলে, গোধূলির বর্ণীলে, জ্যোৎস্নার অভিসারে…
কোথাও নেই কবি-

আশ্চর্যজনক ভাবে ক্ষুধার রাজ্য ছেড়ে, পৃথিবীর কবি’রা পাড়ি জমাচ্ছে- ভোগে গদ্যময়
এক মহাসাগরে!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “কোথাও নেই কবি

  1. আশ্চর্যজনক ভাবে ক্ষুধার রাজ্য ছেড়ে, পৃথিবীর কবি’রা পাড়ি জমাচ্ছে-
    ভোগে গদ্যময় … এক মহাসাগরে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।