আফসোস!
যদি একবার বিশ্বাস করতে
যদি একবার হাত বাড়িয়ে দেখতে…
কেন বুঝোনি?
তুষের অনল নিভৃতে জ্বলে
জ্বলতে
জ্বলতে
পুড়তে
পুড়তে
ছাই হয়ে উড়তে উড়তে
আমি
সুযোগ পাইনি তোমাকে বোঝাতে!
আফসোস!
যদি একবার পড়তে
সহস্র কবিতার যে কোন একটি!
তবে-
নিজের অস্তিত্ব আবিষ্কার করতে পারতে;
বুঝতে
আমার অজস্র রাত… বিনিদ্র যন্ত্রণা…
এক একটি মুহূর্ত
ছুঁতে পারতে-
বেদনা বিগলিত কান্না আর সম্যক উপহাস!…
আমার মত নিরীহ কবির কি করার থাকে?
একটা দীর্ঘশ্বাস!
আর তেপান্তরে মিলিয়ে যাওয়া অবধি
যে যায় তার দিকে চেয়ে থাকা;
যতক্ষণ না থামছে অন্তঃপুরের ধড়পড়…
অশ্রু গড়া দাগ
তারপর…..
বিহ্বল চিত্তে এক আকাশ গ্লানি আকণ্ঠ হতে হতে বরণ করি নিত্যকার সর্বনাশ!
….. আর কুয়াশার ধোঁয়াশায় ঘিরে উঠা নিকষ অন্ধকার, আরাধ্য দুর্ভোগ
অদৃষ্টের মর্মরে চলতে থাকে কষ্টের অসহযোগ!
.
২/২/১৪ (প্রথম রচনাকাল)
কুয়াশার ধোঁয়াশায় ঘিরে উঠা নিকষ অন্ধকার, আরাধ্য দুর্ভোগ
অদৃষ্টের মর্মরে চলতে থাকে কষ্টের অসহযোগ!