সুর সম্রাজ্ঞী শ্রদ্ধেয়া লতা মুঙ্গেশকরের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি!…
সময়ের বাঁধন চিড়ে
উড়ে গেলো
আমাদের চির বসন্তের কোকিল
অনন্তের অরণ্য উদ্যানে… চির জ্যোত্স্নার দেশে
যেখানে
বাতাসের শনশন তরঙ্গে
ঘুরে বেড়ায়… সা রে গা মা পা দা নি সা….
কোকিলা কণ্ঠে… নিবেদিত ভালবাসা!
জানি
মুক্ত বিহঙ্গে ফিরবে আবার হৃদয় নিংড়ানো সুর
মধুর ডাকে ভাঙবে নিদ্রা
সুষমা প্রভাতে
ধূমায়িত চায়ের কাপে!
মোহন জ্যোতস্নায় হিম ঝরা রাতের নীড়ে
দেখা হবে ছন্দময় শিশির প্রপাতে
রূপোলী চাঁদের অভিসারে..
উঠবে
শিল্পের নন্দিত জয়োধ্বনি
সমবেত কণ্ঠে গাইবে” প্রেম একবারই এসেছিল নিরবে….”
গেয়েই যাবে পৃথিবী… অবিনশ্বর সুরে!..
উঠবে শিল্পের নন্দিত জয়োধ্বনি
সমবেত কণ্ঠে গাইবে ”প্রেম একবারই এসেছিল নিরবে….”
গেয়েই যাবে পৃথিবী… অবিনশ্বর সুরে!