শূন্য স্থানের বাক্যটি

150

দুঃখ খাচ্ছি
শোক খাচ্ছি, চোখের জলে মেটাচ্ছি সীমাহীন তৃষ্ণা
রাগ খাচ্ছি
ক্রোধ খাচ্ছি, বুকের আগুনে শোধ করছি হৃদয়ের ঋণ।

কৃষ্ণ-কালো আঁধার খাচ্ছি
উষ্ণ-দাহের খরা খাচ্ছি, জখমে ভরা বুকের কষ্ট খাচ্ছি
দীর্ঘশ্বাসের শোক খাচ্ছি
বেদনার শ্লোক বুনে মেটাচ্ছি সমবেদনার মলিন সান্ত্বনা।

একাকীত্বের নিষ্ঠ রাতে হাত পেতেছি আকুতির সীমাহীন মুদ্রায়
ব্যাকুল চিত্তে গোগ্রাসে গিলেছি পাত্র অপাত্রে ভরা বিষ
প্রাণান্ত মিনতির নির্বাক আবেদন, শুনতে পায়নি কেউ
অবলার এই বাঁচার রোদন!
মরতে মরতে বেঁচে যাই দুর্ভাগ্যের আরেকটি কৃপায়
পুড়তে পুড়তে ছাই হবার বাকী যখন-
আলোক বৃন্তে তখন কোন স্বপন উঁকি দিয়ে যায়!

অপেক্ষার ত্যক্ত তিক্ততা খাচ্ছি, খাচ্ছি-
বিষাদের নীলাভ সন্ধ্যায় কামিনীর মো মো গন্ধের উপহাস
বকুল তলায় এক খানা ভেজা কাক
ফিস ফিস করে সুক্ষ্ণ ভাষায় বলে যায়-
অবাক করা একটি বাক্য!”…………” সর্বনাশ!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “শূন্য স্থানের বাক্যটি

  1. বকুল তলায় এক খানা ভেজা কাক
    ফিস ফিস করে সুক্ষ্ণ ভাষায় বলে যায়-
    অবাক করা একটি বাক্য!”…………” সর্বনাশ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।