বৃষ্টি বিহার

পাখিদের চিত্ত ক্লান্ত
ম্রিয়মাণ ডানায় ঝেঁকে বসে বিষাদের ভার
শালিকের ঠোঁটে হলুদ গ্লানি, মৌন মাতমে
নীল- পানকৌড়ি, মাছরাঙার;
বৃষ্টি বাসনায়
বন্দনায় ডুবেছে বৃক্ষ তরু লতা সমস্ত বনফুল
অবিন্যস্ত চুলে
প্রহর গুনে ভবের বাউল, বৈষ্ণব কুল!..

কে জানে
কোন গহ্বরে লুকিয়ে আছে মেঘ, কোন সুদূরে?
কোন আগুনের বনে পুড়ছে প্রাণের আবেগ; শাসানো রুধীরাক্ষের লাল হাশরে!
কোন অভিসারে আসবে বৃষ্টি, কবে ছিঁড়বে লাটাই
করুণার ফটক খুলে নামবে শিউলীর ধারা,
হিজলের স্রোতে ভাসবে কবি, ভিজবে খরাক্রান্ত কবিতারা….

পথ ভোলা পথিক
বিস্তৃত মরুর অকুল তৃষ্ণায় বিদগ্ধ শ্রমণ
অবিরাম ধুকছে চিত্ত দু’চোখে দুর্মর অন্ধকার
অবিরাম ছুটছে ক্ষুধার্ত মানুষ, অবুঝ শিত, নব যৌবনা…
শূন্যতার পাঁজরে অনাকাঙ্ক্ষিত বিহঙ্গ সঙ্গম
কান্নার স্বর, আর্তচিৎকার….

শিল্পীর তুলিতে আড়ষ্ট শিল্পের আঁকিবুকি
জলরঙের বৃষ্টি বিহার!..
……….

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “বৃষ্টি বিহার

  1. অবিরাম ছুটছে ক্ষুধার্ত মানুষ, অবুঝ শিত, নব যৌবনা…
    শূন্যতার পাঁজরে অনাকাঙ্ক্ষিত বিহঙ্গ সঙ্গম
    কান্নার স্বর, আর্তচিৎকার….

    শিল্পীর তুলিতে আড়ষ্ট শিল্পের আঁকিবুকি
    জলরঙের বৃষ্টি বিহার!.. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।