বঞ্চিত করা মানুষের জন্মগত মানচিত্র
যে করেই হোক যতটা সম্ভব
আমার হুকুমে যেন তরঙ্গ খেলা করে,
সেই মাপে চার ফেলে ছিপ হাতে
পুকুর হয়ে বসে আছি;
তুলব আর তড়পানো যন্ত্রণা দেখে
শ্লাঘা পতাকায় উড্ডিয়মান হব।
দয়ার অদৃষ্ট ভিক্ষে করবে
শুধু বঞ্চিত মতামত।
বঞ্চিত করা মানুষের জন্মগত মানচিত্র
যে করেই হোক যতটা সম্ভব
আমার হুকুমে যেন তরঙ্গ খেলা করে,
সেই মাপে চার ফেলে ছিপ হাতে
পুকুর হয়ে বসে আছি;
তুলব আর তড়পানো যন্ত্রণা দেখে
শ্লাঘা পতাকায় উড্ডিয়মান হব।
দয়ার অদৃষ্ট ভিক্ষে করবে
শুধু বঞ্চিত মতামত।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতার জয় হোক প্রিয় কবি মি. দীপঙ্কর বেরা। ভালো লিখেছেন।
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
ভালো লাগলো
শুভকামনা
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
আমার হুকুমে যেন তরঙ্গ খেলা করে,
সেই মাপে চার ফেলে ছিপ হাতে
পুকুর হয়ে বসে আছি- মুগ্ধ হলাম
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
ভালো লিখেছেন!
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
শুভকামনা নিরন্তর।
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন