ডান হাতে কাস্তে
বাবা বলেছিল – এ আমার অস্ত্র
বাম হাতে আমাদের কাঁধ
বলেছিল – এ আমার ঢাল
মা সব্যসাচী
খুন্তি বাসন ঘরদোর
দাদা দিদি ঘিরে রাখত
সম্পর্ক বেড়া
সব মিলিয়ে
আমি কলমখোর
আমাদের সবার অস্ত্র আছে
তাতেই আমরা রোজ বাঁচি।
3 thoughts on “বাঁচার অস্ত্র”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
“আমাদের সবার অস্ত্র আছে
তাতেই আমরা রোজ বাঁচি।”
শুভেচ্ছা নিন কবি।
ভালো লাগল দাদা
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি দীপঙ্কর বেরা। ধন্যবাদ।