কথার কথা

কথা যাই হোক, সব কিছু কি বলা যায় প্রকাশ্যে?
বলার অনেক ক্ষেত্র আছে সেখানে বল সহাস্যে।

বলতে গিয়ে খোঁচা দিলে সইবে না যে কেউ তা
রাজা উজীর ভিখারীরও আছে আত্মমর্যাদা।

সেই আত্ম দেবেই দেবে তার সর্বোচ্চ পাটকেল
তার জন্য কাঁটাকে কখনো বলতে পারো না বিটকেল।

ধাক্কা সামলে গোলাপ দাও তোমার সংশোধনীতে
কথা তখন ফুল হয়ে যাবে সবার নয়ন মনিতে।

বলার কথা বলতে চাইলে বলতে হবে সিস্টেমে
গড্ডলিকায় পাথর ফেললে ঢেউ উঠবে অষ্টমে।

তোমার যে কাজ তাতে, ফাঁকও আছে ফাঁকিও
সিস্টেমের দাস তুমিও ভাই, শুধু বশ্যতায় থাকিও।

বিরুদ্ধতায় বটের ঝুরি মাটি বরাবর নামছে
বিপ্লব তার রহস্য মূল জীবনে জীবন খুঁজছে।

2 thoughts on “কথার কথা

  1. শব্দ কথার মিলন বলি আর স্বর-মিল বলি … এই লিখা গুলোন আমার ভীষণ পছন্দ। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় সব্যসাচী। শুভ সকাল। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।