নিরাপদের দরজায় অজস্র ফুটো,
একটা বন্ধ করা দুদণ্ড
অন্যকে ত্রিভঙ্গ দাঁড় করিয়ে দেয়।
বিশ্বাসের বেড়ায় ঠেস লাগিয়ে
যেটুকু দিনযাপন,
তার পুরোটাই অধিকারের আস্ফালনমাত্র।
সৃষ্টির একমাত্র মূল্যায়ন
অনাদরের কামুক চরিতার্থ,
নৌকা ভাসিয়ে একা পুরুষদ্বীপ
যন্ত্রণার ঢেউয়ে আছড়ে ফেলে নারীকে।
যুগের যুপকাষ্ঠে বলিপ্রদত্ত
নারীর উচ্চারণ,
সমস্ত নাড়ীছেঁড়া দায়ভার ভুলে
একসূত্রে পৃথিবী গাঁথে নি মনুষ্য সমাহার,
মোড়ের মাথায় মেরুদণ্ড
ক্ষমতায় বড্ড তির্যক।
তাই কিছু পুষ্পাঞ্জলি গর্জে উঠুক
রমণীয় সন্তান সিধান্তে।
6 thoughts on “বিশ্বাস চরিতার্থ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দারুণ এবং শক্তিশালী প্রত্যয়ের এক অবস্থান থেকে লিখেছেন মনে হচ্ছে প্রিয় কবি।
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
বাহ্ কবি দা সুন্দর।
আন্তরিক ধন্যবাদ
ভাল থাকবেন
বেশ ভাল
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন