শান্তির ব্যবচ্ছেদ

মনের ভেতরে যাদের হয় নি কোন ঠাঁই
তারাও রোজ টোকা দেয়, আসব ভাই?
উঁচু নীচু জীবনের এমনই পদচারণায়
জায়গা করে আবর্জনা ঠিক বসে যায়,
চাইলেও পারি না তো তাদের বিচ্ছেদ
মন তাই করেই যায় শান্তির ব্যবচ্ছেদ।

13 thoughts on “শান্তির ব্যবচ্ছেদ

  1. শব্দ মিলের ছন্দ লিখন আমার বরাবরই পছন্দের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।