আমি পেটুক নই
তবে খেতে তো হয়
তাই যেটুকু খাই
তখন আমার মায়ের হাতের রান্না
এখন মা নেই তাই বউয়ের হাতের রান্না
তৃপ্তি ভরে খাই।
এর বাইরে হোস্টেলে থাকার সময়
নেমতন্ন বাড়ি কুটুম বাড়ি এবং হোটেল রেস্টুরেন্টে
খেতে হয়েছে
এখনও খেতে হয়
কিন্তু তৃপ্তি করে খাওয়া বলতে
আমার মায়ের হাতের
আর আমার বউয়ের হাতের রান্না।
এই খাওয়া যে যত বেশি খেয়েছে
সেইই পেয়েছে
মায়ের মত এই পৃথিবীর অসীম সুখ
অপার আনন্দ আর আন্তরিক অনন্ত হৃদয়।
আমার সৌভাগ্য।
ভালো থাকবেন।
সৌভাগ্যবানদের একজন আপনি বেরা দা।
নিশ্চয়ই। ধন্যবাদ। ভালো থাকবেন ।
বেশ তো। তৃপ্তিটাই বড়।
নিশ্চয়ই । ঠিক বলেছেন।
অনেক ধন্যবাদ
তৃপ্তি করে খাওয়া বলতে
আমার মায়ের হাতের
আর আমার বউয়ের হাতের রান্না।
মায়ের হাতের রান্না ।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ।
আমার প্রিয় মায়ের হাতের রান্না। স্ত্রী’র রান্না অভ্যাস।
এটাই আসল কথা।
ভালো থাকবেন
দুটোতেই স্বাদ আছে। তবে মায়ের টা বেশি ভালো লাগে । শুভকামনা কবি।
মা যে সবার উপরে।
ধন্যবাদ
ভালো থাকবেন