প্রশ্ন

ইরা যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন আমরা ভেবেছিলাম ও নিশ্চয়ই কোন ছেলের সঙ্গে পালিয়েছে।
ওর বাবা মা মুখ দেখাতে পারল না। সারা পাড়ায় ঢি ঢি পড়ে গেল। তবে কোথাও কোনো ইরার বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া ছেলে বন্ধুর কেউ খোঁজ পেল না। পাড়ায় রটে গেল নিশ্চয়ই খারাপ পাড়ায় উঠেছে।
প্রায় বছর পাঁচ সাত পরে ইরা বাড়ি ফিরে এল। একা।
অভিজ্ঞ হলধর ওর বাবাকে বলল – এতদিন পরে ফিরল, তাও মেয়েকে ঘরে তুললে? কোন প্রশ্ন করলে না?
ইরার বাবা বলল – ও যদি মেয়ে না হয়ে ছেলে হত, তাহলে কি এই প্রশ্ন উঠত?

5 thoughts on “প্রশ্ন

  1. মেয়েদের আপন ভাগ্য জয় করার সাহস জুগিয়েছেন।
    সুন্দর লেখনী। মুগ্ধ হলাম।
    জয়গুরু!

  2. মায়ের জাতি মেয়েদের জন্য আপনার এই ছোট লেখনী অনেক বড় হয়ে থাকলো বলে মনে হয়। আপনাকে অজস্র ধন্যবাদ।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।