বই

যা কিছু শিখেছি আমি সব কিছু বই
বোধ বুদ্ধি শিক্ষা জ্ঞানে সে আমার সই,
কালো অক্ষরেই তার ভরা আছে আলো
আমার জীবন দিশা সেই তো সাজালো।
জ্ঞানের উত্তাল ঢেউ চুপ করে আছে
পৃষ্ঠা উল্টালেই প্রাণ জগতের মাঝে,
লেখা আছে গতিপথ বেঁচে থাকা মর্ম
বাঁচিয়ে রাখা বন্দনা বই বই ধর্ম।

আসুক অনলাইন অ্যাপ্স ফেসবুক
বই ছাড়া বুঝবে না কোন ভুলচুক,
দু মলাটে ভরা আছে মহাজাগতিক
যত পারো বই পড়ো বুঝবে সার্বিক।
বই তাই আমাদের জীবনের পথ
নিশ্চুপ থেকেও বই দেয় তার মত।

6 thoughts on “বই

  1. প্রকৃত শিক্ষা হচ্ছে বই উপকরণ। আধুনিকতা বিনোদন দিতে পারে শৈশবের সেই সত্য শিক্ষার মজা বা অভিজ্ঞতা নয়। শুভেচ্ছা প্রিয় কবি মি. বেরা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।