বাংলা আমার মাতৃভাষা

নিজের ভাষা ছেড়ে যদি অন্য ভাষায় থাকো
তবে তুমি ভাবের প্রকাশ কিছু বোঝো নাকো।

যে ভাষায় পশু ডাকে পাখি গায় নদী বয়ে চলে
যে ভাষায় শিশু মায়ের কোলে কত কথা বলে,
যে ভাষায় সকলে প্রাণের আবেগ করে প্রকাশ
সেই ভাষাতেই গড়ে ওঠে ভালোবাসার নিবাস।

ভাষা তাই মানুষের নিজস্ব মর্যাদার পরিচয়
পৃথিবীর বুকে তার স্বাক্ষর ভাষাগত হয়ে রয়,
তারপরেও সে শিখতে পারে আরো কত ভাষা
শিক্ষার সোপানে রেখে যায় ভাষা ভালোবাসা।

মায়ের ভাষা মাতৃভাষা অমৃত করে যায় দান
বাংলা এমনই মধুর ভাষা বাড়ায় হৃদয় সম্মান,
সেই ভাষাতে আ মরি গেয়ে যাই জীবনের গান
বাংলা আমার মাতৃভাষা গর্বে ভরে ওঠে প্রাণ।

2 thoughts on “বাংলা আমার মাতৃভাষা

  1. বাংলা এমনই মধুর ভাষা বাড়ায় হৃদয় সম্মান,
    সেই ভাষাতে আ মরি গেয়ে যাই জীবনের গান
    বাংলা আমার মাতৃভাষা গর্বে ভরে ওঠে প্রাণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।