নববর্ষে

নতুন বছর নতুন বছর
পুরাতন যাও ফেলে
একটা বছর হিসেব নিকেশ
দাও তুমি সব মেলে।

পুরাতন যত ভুল অপরাধ
মনের ভাবনা বুঝে
শুধরে নেওয়া সুযোগ দিনের
নতুনকে নেয় খুঁজে।

নতুন বছর শুভ কামনায়
চাইছে নতুন আশা
নতুন স্বপ্ন উদ্যমে আজ
জীবনের ভালো বাসা।

নতুন বছর বাংলা বাঙালি
শুভেচ্ছা ভরা মনে
চৈত্র শেষের বৈশাখী সুর
হৃদয়ের এক কোণে।

বিদায় বছর নতুন বছর
যাওয়া আসা আছে
নতুন বছর নতুন কিছু
হোক সকলের কাছে।

2 thoughts on “নববর্ষে

  1. নতুন বছর বাংলা বাঙালি
    শুভেচ্ছা ভরা মনে
    চৈত্র শেষের বৈশাখী সুর
    হৃদয়ের এক কোণে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।