রবীন্দ্রনাথ

21114

মানুষ মনের ফুল বাগানে
ভাবের যা ফুল ফোটে
সব কিছু তার রবীন্দ্রনাথ
সাহিত্য সুখ লোটে।

কথার ভিড়ে মুক্ত আকাশ
সবুজ নবীন আলো
রবীন্দ্রনাথ ভাবনা ভাবায়
যা কিছু সব ভালো।

সবার হৃদয় সাদর বরণ
ডাক দিয়ে যায় প্রাণে
এই পঁচিশে বৈশাখ যেন
আবার জীবন আনে।

ঠাকুর ভজন মনের পূজন
রবীন্দ্রনাথ বুকে
ভাবের অসীম সোনার তরী
ফসল ফলায় সুখে।

রোজ ফোটে যে ফুলের শোভা
দাঁড়ায় মানুষ এসে
রবীন্দ্রনাথ বাগান হয়ে
থাকে ভালোবেসে।

4 thoughts on “রবীন্দ্রনাথ

  1. রোজ ফোটে যে ফুলের শোভা
    দাঁড়ায় মানুষ এসে
    রবীন্দ্রনাথ বাগান হয়ে
    থাকে ভালোবেসে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অনবদ্য সুন্দর প্রকাশ প্রিয়।
    শুভকামনা সতত।

    1. অনেক অনেক ধন্যবাদ 

      ভালো থাকবেন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।