দেখবে এসো

দেখবে এসো পড়ছে বৃষ্টি
সারা আকাশ কালো করে
ঝমঝমিয়ে উঠোন জুড়ে
ঝরঝরিয়ে যাচ্ছে ঝরে।

ছুটছে ঘোড়া টিনের চালে
জল জমেছে পথের পাশে
গাছের পাতা করছে স্নান
খিলখিলিয়ে শুধুই হাসে।

ঐ যে দেখো ঝাপসা দূরে
ঘর বাড়ি সব যায় না দেখা
ঠায় দাঁড়িয়ে ভিজছে মাটি
সরস সজীব একলা একা।

কড়কড়াকড় পড়ছে যে বাজ
ঝলকানিতে ভরছে আলো
গুরু গুরু মেঘের ডাকে
লাগছে ভয় আর লাগছে ভালো।

দেখবে এসো বৃষ্টি একা
আকাশ থেকে পড়ছে ঝরে
বাঁচব আমরা ভালোবেসে
এমন করে আঁকড়ে ধরে।

2 thoughts on “দেখবে এসো

  1. দেখবে এসো বৃষ্টি একা
    আকাশ থেকে পড়ছে ঝরে
    বাঁচব আমরা ভালোবেসে
    এমন করে আঁকড়ে ধরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।