খোলা চিঠি ২

প্রিয়তমা;
এবার তুমি ইচ্ছে মৃত্যুর অভিশাপ দাও,
তারপর আমি তোমার কৃষ্ণচুড়ার বনে কোকিল হয়ে আসবো….
নয়তো কালো মেঘ হবো,বৃষ্টি হয়ে ভিজিয়ে যাবো তোমার মরুভূমি মন….
হয়তো,সে মনে দিতে পারবো সবুজ.. নয়তো স্যাঁতসেঁতে মনে পিচ্ছিল খেয়ে ফিরে যেতে পারবো তুমিহীন আমার পুরানো অতীতে…..

3 thoughts on “খোলা চিঠি ২

  1. এই সব ছোট ছোট কথন আমার মনকেও উদাসী করে তোলে। একটা সময় ছিলো এমন কথা গুলোন মনের মধ্যে পুষতাম হয়তো। বলি বলি করেও বলা হয়ে উঠেনি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

  2. চিঠির যুগ/কাল আজ হারিয়ে গেছে তবে আপনার ঘুরে দাড়ানোতে সম্ভাবনা খুঁজে পেলাম। আশা করি চমৎকার হবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।