ইচ্ছে করছে, পুরো শহরটাকে আধারের কাছে জিম্মি করে তোকে দেখি..
প্রেমের জলপুকুর থেকে তুলে আনি, পদ্মফুলের নির্যাস..
আর তোকে দিয়ে বলি, অমাবস্যার এই রাতে ছাঁদে জ্যোৎস্না ফুটানোর ফর্মুলা আমার জানা নেই….
তবে রক্তের রন্ধ্রে রন্ধ্রে সংক্রামিত করতে পারি বিশুদ্ধ প্রেম..
ঠিক তোর মতো, চুপচাপ- শান্ত- কমকথা বলা একটা প্রেম.. বুকের বাপাশ থেকে ধুকফুক আওয়াজের মতো আমিও আমার বুকে মিলিয়ে মিশিয়ে নিতে পারি তোকে…
ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে…
তোকে একটু ছুয়ে দেখতে, কলঙ্ক…! না না কলঙ্কিত না করে যে স্পর্শ করা যায়.. যে অদৃশ্য স্পর্শে তোকে বুঝতে পারা যায়, ঠিক তেমনই…
হয়তো, এটাই ভালোবাসা..
তাই বলে কি সব কিছু খোলামেলা বলে দিতে হয়…!
বুঝেও তো নিবি…!
ইচ্ছে করছে,
পুরো শহরটাকে আধারের কাছে জিম্মি করে তোকে দেখি..
শুধু তোকে, স্রেফ তোকেই…
অনেক ভালো লিখেছেন কবি মল্লিক ভাই। মুগ্ধতা রাখছি।
ভালোবাসা দাদা, অনেকদিন পর আসলাম.. এবার থেকে নিয়মিত থাকবো আশারাখছি..
অভিনন্দন মি. মল্লিক।
ভালোবাসা দাদা
* শুভ কামনা সবসময়…..
ভালোবাসা নিবেন দাদা
প্রেমের কবিতা।
ধন্যবাদ দিদি