নি:স্ব
(সুন্দরী সিরিজের কবিতা)
……………………………..
যদি এমন হতো, খুঁজলেই পেতাম তোমার নগ্ন হাত
তোমায় নিয়ে আপন মনে ঘুমহীন কাটত সারারাত?
যখন তোমার চুলগুলি এলোমেলো বাতাসে যায় উড়ে
তখন আমি থাকি তোমার হতে যোজন যোজন দূরে!
যেইদিন মরে যাব, ভবে তোমার থাকার উপায় নাই
তুমিও যাবে হারিয়ে শূন্যে, যখনই অজানায় হারাই।
14 thoughts on “নিঃস্ব”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সেই বাহবা!
ভাই আপনার ফুলগুলি এতো লাফাচ্ছে কেন? ওদের থামতে বলেন, আমিতো ধরতেই পারছি না।
আরে বুঝলেন না! ফুলগুলি লাফাচ্ছে না, একটা ঝরে যাবার পর আর একটা ফুটছে, হ্যা আমিতো গন্ধ পাচ্ছি!
আমি ফুল নিব ভাই, আমরা ফুলের গন্ধ পাই।
অসাধারণ অসাধারণ এবং অসাধারণ। লাইনে ছন্দ মিলকে আমি বড় ভালো পাই।

অভিনন্দন এবং পরম হিতৈষী কবিবন্ধু মি. মালেক।
অনবদ্য লিখনী।
ভালো লাগলো । শুভরাত্রি ।
শুভরাত্রি ।
অনেক ভালোলাগা এই পর্বের জন্য।
আপনার জন্য
গভীর প্রেমের শুভেচ্ছা জানবেন কবি।