সবসময় ক্ষমতার সাথে থাকা, ক্ষমতাবানদের সাথে থাকা- মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। মানুষ সবসময় তাকে নিরাপদে রাখতে চায়। অর্থনৈতিক সমৃদ্ধিকে জীবনের মুল লক্ষ্য মনে করে। নীতি নৈতিকতা বাহুল্য মনে হয়। এজন্য ক্ষমতাবানদের মধ্যে দুর্নীতিবাজদের দলটা ভারী। সৎ মানুষের সংখ্যা কম।
কঠোর আইন দন্তবিহীন হলেও, প্রকৃতির আইন কিন্তু দন্তবিহীন না। প্রকৃতির প্রতিশোধ ভয়ঙ্কর প্রতিশোধ। এই প্রতিশোধ দুর্নীতি না থামাতে পারলেও, দুর্নীতিবাজদের ঠিকই থামিয়ে দিবে।
হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কিয়ামাতের দিন আল্লাহ তাআলা সমস্ত আকাশমণ্ডলীকে ভাঁজ করবেন এবং সেগুলোকে ডান হাতে নিয়ে বলবেন, ‘আমিই বাদশাহ। অত্যাচারী ও যালিমরা কোথায়? অহংকারীরা কোথায়?
অতপর সমস্ত জমিনগুলোকে ভাঁজ করবেন। অতপর সেগুলোকে বাম হাতে নিয়ে বলবেন, আমিই মহারাজ। অত্যাচারী ও যালিমরা কোথায়? অহংকারীরা কোথায়? (মুসলিম)
সুতরাং সামান্য মশা ও পিপড়ার কামড় সহ্য করার ক্ষমতা যাদের নেই। তাদের অহংকার করা মানায় না, ক্ষমতার দাপট দেখানো মানায় না।
করোনাকালীন সময়ে সামান্য এক ভাইরাসের দাপটে ঠাণ্ডাজ্বরে যারা অস্থির হয়ে ওঠে, সেই মানুষ অন্যায়ভাবে অর্থ সম্পদ উপার্জন করার পূর্বে, অন্যের উপর জুলুম করার পূর্বে একবার ভেবে নেয়া উচিত এই অর্থ আর ক্ষমতা সত্যিকারের প্রয়োজনে একেবারে মূল্যহীন।
ভেবে দেখেছো কি, কতটা নশ্বর এই উপার্জিত সম্পদ, কতটা অসহায় ক্ষমতার দাপটে অন্ধ হওয়া মানুষগুলি।
প্রকৃতির প্রতিশোধ ভয়ঙ্কর প্রতিশোধ। দলকানা লোভীর যত বড় দাম্ভিকই হোক না কেন; ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি তাকে হতেই হবে। সৃষ্টিকর্তার বিচার ভূতলেই হয়।
কয়েক দিন আগে তার একটা টকশোতে দেখেছিলাম বলছে, কাউকে ছাড় দেয়া হবে ন। এটা যে তার উপর দিয়ে যাবে ভাবতে পারে নাই।
মানুষ কতোটা মোনাফেক হতে পারে এ লোক তার প্রমাণ প্রমাণ হয়ে রইল।
উনার টকশ দেখতাম বেশ কথা বলত——–
জি ইনি টকশোতে বেশ ভালোভাবে কথা বলতে পারত।
আপনার এই সব নীতিবাক্য ওয়াজ মাহফিলে করতে পারেন, এটা একটা ব্লগ। ব্লগিং করুন।
যেভাবে সাহেদকে গ্রেফতার দেখানো হলো তা কি লক্ষ্য করেন নাই। একজন প্রতারককে গ্রেফতার করতে কেন প্রতারণা করতে হবে?
ক্ষমতাশীনরা কতটা দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে সেটা বলতে পারলেন না, আইছেন ওয়াজ ফলাইতে।
খুব খেয়াল, সামনে ……
যেভাবেই হোক সরকারি প্রতিষ্ঠানইতো তার মুখোশ উন্মোচন করাল।
এত নেগেটিভের মাঝে কিছু ভালোও আছে, সেটি সবাই এড়িয়ে যায়।
লোকটার দিকে তাকিয়ে মনে হচ্ছে একটুও অনুশোচনা নেই চোখে মুখে মুখে
আমারও তাই মনে হচ্ছে।
বেটা একটা পাক্কা লোক বলতেই হবে।
তাকে যারা প্রতারণার রাজ্যের বাদশাহ বনতে সহযোগিতা করেছে তাদের আমরা চিনবো না
তা বটে, কিন্তু অনুমান করতে পার।
যথার্থ বলেছেন প্রিয় স্যার। সালাম ও শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ প্রিয় ডাঃ সাহেব।
ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায় মানুষ। শেষ পর্যন্ত কি থাকে অর্জন?
নিরাপদ থাকার চেষ্টা করি।