উদাস ফকির মানুষে আবার

কদমফুল বিলকুল খা খা রোদ্দুর
ছুটবি হেথা, থামবি কোথা, কদ্দূর?
-ওরে তুই ঠিকানা খুঁজিস কার!
পথ আছে যার শুধু চলবার
পথেই ছন্দ-আনন্দ, পথে সুরাসুর।

ঠিকানা একটা ছিল ছন দিয়ে ঘেরা
তাতে বেধেছিলাম ছোট একটা ঢেড়া
পিপিলিকা দল ছুটে যেত স্ত্রত
আকাবাকা পথটি হয়ে সাব্যস্থ
জাগে মায়ার বাঁধন, তাই ঘরহারা!

একবার বাঁধি ঘর নদী তীরাঞ্চল
আমি ছিলাম ডাঙায়, পাশে বহে জল
মাটির মায়ায় আমি থাকি স্থির
সাগর টানে নদী থাকে অস্থির
পরান ছুটে সদূরে- চক্ষু ছলোছল।

আমি উদাস ফকির মানুষে আবার
বেঁধেছি ঘর যত, ছেড়েছি বারবার
অগনিত অনন্ত অসীম মাঝে
মন ভরে ছুটেছি পথের খুঁজে
শুনি মানুষকেই মানুষে ফিরাবার।

4 thoughts on “উদাস ফকির মানুষে আবার

মন্তব্য প্রধান বন্ধ আছে।