পুরাতন ঘড়ি টিকটিক চলছে নাতো ঠিক!
বস্’কে শুধাই বিকাল পাঁচে থাক যত পিক
আওয়ার, হারিয়ে যাবার লাগবে আজ ছুটি।
কখনও কি, হয় কাজে এতটুকু ত্রুটি?
আজকে আমার মনটি ভরা আছে দারুণ আবেগে
চাইছে যেতে তার কাছে অরুণ আলোর বেগে
সাড়ে বারো এখন, বল তাতে কি কিছু হয়!
দুনিয়ার কোন প্রান্তে পাঁচটা ঠিক বেজে রয়।
ঘন্টা হিসাবে বলা কাজ, চলে বহু মিনিট
আমার বস জাষ্ট ক্রশ করে যায় লিমিট
তাকে কিছু বলা আমার পছন্দ না ঠিক
সাবধান একদিন ধরা খাবে সোনা মানিক!
মনে মনে ডাকি আয় ছুটি বিপুল তান্ডবে
তুফান যেন তছনছ আমার অনুভবে
সাড়ে বারো এখন, বল তাতে কি কিছু হয়!
দুনিয়ার কোন প্রান্তে পাঁচটা ঠিক বেজে রয়।
দুপুরের খাবার খাই বিকেলের বেলা
কখন সন্ধ্যা নীরবে এসে করে যায় খেলা
পাইনা টের, রাত্রি কখন হয়ে যায় ভোর!
কে কি বলে, আমি বলি এ দোজগপুর।
যা হয় হোকনা করব না বারণ চরাচরে
বিকেলটা আজ দেয়া আছে শুধু তাহারে
সাড়ে বারো এখন, বল তাতে কি কিছু হয়!
দুনিয়ার কোন প্রান্তে পাঁচটা ঠিক বেজে রয়।
পাঁচটা জেগে রয় পৃথিবীর কোন্ কোনে
কোন দেশ তাহা বল কোন টাইম জোনে
মন ছুটে যায় উড়ে দুটি ক্ষুব্ধ আত্মা
কণ্ঠে জাগে প্রেমের করুণ তীব্র ব্যাকুলতা
হাত ধরে, চল ছুটে যাই সেই দেশে
শুধু পাঁচ জেগে রবে, সব যাবে মিশে।
সাড়ে বারো এখন, বল তাতে কি কিছু হয়!
দুনিয়ার কোন প্রান্তে পাঁচটা ঠিক বেজে রয়।
স্নিগ্ধ ছোঁয়ায় অপার মুগ্ধতায় বাক্য বুণন, সুকোমল নির্মাণ কৌশল । সব মিলে ঝর্ণার মত শৈল্পিকতা ।
ধন্যবাদ।

সুন্দর কবিতা।
সুন্দর কবিতা। সত্যি তো পৃথিবীর যে কোন প্রান্তে পাঁচটা বেজে রয়।