কেমন বৃষ্টি আজ

bb1

কেমন বৃষ্টি আজ!
ভেসে যাচ্ছে সব, জেগে উঠছে স্মৃতি।
যা ছিল সহজ সরল,
তা-ই করে কারুকাজ
মনে আনছে,
সৌন্দর্যের বিপুল আকুতি।

অই যে বালকের দল
ডুব সাতার দিচ্ছে পুকুরে!
আমিও ভাসছি নাকি তাদের সাথে?
কোন একদিন, আহারে!
অই দেখো কাদামাখা ছেলেটা
ফুটবলে রেখে দুই হাত
ভেসে বেড়ায় পুকুরের জলে
আমিই নাকি? অন্য আমি! সময়ের ফারাক।

বৃষ্টি আসে বহমান কাল ধরে
এমনি ঝরে অঝোরে ঘুরে ঘুরে ফিরে ফিরে।

4 thoughts on “কেমন বৃষ্টি আজ

  1. বৃষ্টি আসে বহমান ধরে এমনি ঝরে অঝোরে …

    চমৎকার প্রকাশ প্রিয় কবি ফকির আবদুল মালেক। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চমৎকার লেখেছেন কবি দা

  3. জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়!

    আন্তরিক শুভ কামনা জানবেন সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।