কখনও একটু চেয়ে দেখো
দুটো কথা লিখে রেখো
আয়না ছাড়িয়ে বেড়ে ওঠে
তোমার প্রলম্বিত ছায়া
মন্দিরের সিঁড়িতে বসে এক
নিতান্ত ভিখারি
তোমার ঈষৎ হাসির ফাঁক দিয়ে
গলে যাচ্ছে একটা আস্ত পৃথিবী।
2 thoughts on “মনোনিবেশ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কখনও একটু চেয়ে দেখো
দুটো কথা লিখে রেখো
আয়না ছাড়িয়ে বেড়ে ওঠে
তোমার প্রলম্বিত ছায়া
মন্দিরের সিঁড়িতে বসে এক
নিতান্ত ভিখারি
তোমার ঈষৎ হাসির ফাঁক দিয়ে
গলে যাচ্ছে একটা আস্ত পৃথিবী।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দুটো কথা লিখে রেখো …
আয়না ছাড়িয়ে বেড়ে ওঠে তোমার প্রলম্বিত ছায়া …
অশেষ ধন্যবাদ ও শুভকামনা প্রিয় কবি ।