যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই

যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই। আচ্ছা, এটা কি প্রবাদ? নাকি গ্রাম্য একটা কথার কথা?

সেই যাই হোক আমি আজকে এই বাক্যটাকে প্রসঙ্গিক করে তুলব। ঠিকাছে!!!

FB_IMG_1742738580694

হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দিল। সারসিজ আলম কিছুটা ভিন্ন মত পোষণ করে আর একটা পোস্ট দিল। পাটোয়ারী বলে বসল, ফেসবুকে এভাবে পোস্ট দেয়া শিষ্টাচার বহির্ভূত। আর এক নেতা হান্নাম মাসুদ প্রকাশ্য নিজ দলের যে কোন একজনকে মিথ্যা বলছে রায় দিল। এদের কার্যকলাপকে অনেকে নাবালক সুলভ বলে আখ্যা দিল।

এনপিপির তথাকথিত নাবলক ছেলেরা এমন একটা অবস্থান তৈরি করেছে বারবার তারা সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারছে। এমন কি নেত্র নিউজ, আমি আগে কখন এর নাম শুনিনি, তারা সেনাপ্রধানের বক্তব্য কোড করেছেন। এবি পার্টির ব্যরিস্টার ফুয়াদ শিস্টাচার বহির্ভূত ভাবে সেনাবাহিনীকে প্রজাতন্ত্রের চাকর বলে কড়া উগ্র বক্তব্য দিলেন। বিএনপিসহ সকল রাজনৈতিক দল তাদের মত দিতে শুরু করলেন।

সকলের মতকে যদি একসাথে একত্রিত করা যায় তাহলে এটা বলা যায় যে, আওয়ামী লীগকে রিফাইন্ড করে তারা নির্বাচন করতে মাঠে নামতে দিবন কি দিবেন না, এ বিষয়ে নানা জন যার যার মত দিতাছেন, বক্তব্য দিতাছেন। বেশ জমে উঠেছে, এতটাই জমে উঠেছে যে, কেই কেউ গৃহযুদ্ধের পদধ্বনি শুনতে পাইছেন। আমরা শংকিত হয়ে উঠছি। কথা ঠিক।

কিন্তু আমার মনে একটা চিন্তা হইতাছে, যে আওয়ামী লীগকে নিয়ে এত আলোচনা তারা কি রিফাইন্ড হয়ে নির্বাচন করতে চাইছে? এই দলটি দেড় দশক ধরে নির্বাচনকে পেশিশক্তির সাহায্যে নিয়ন্ত্রণ করেছে। এ কথাতো বলাই যায় তারা কোন নির্বচন চায়নি। তারা জয়ী হতে চেয়েছে, ক্ষমতা চেয়েছে। এমন কি এখনও তারা পেশিশক্তির প্রয়োগকারী হিসাবে দেশে ঢুকে নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে আছে। বিদেশে বসে দেশের ভিতর হুমকি দিতাছে।

যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন শাখাওয়াত সাহেব তখন তিনি আওয়ামী লীগকে সঠিক পরামর্শ দিয়েছিলেন। মনে পড়ে, তিনি বলছিলেন আপনারা নিজেদের দলকে গুছান, ঠিক ভাষাটা মনে নেই তবে সব্ভবত তিনি এখন যেই রিফর্মেশনের কথা বলা হইতাছে তেমন কিছুই বলতে চাইছিলেন। এবং বলেছিলেন, (আমি আমার ভাষায় বলচি) পেশিশক্তির যে ব্যবহার করতে চাইছেন, এই আন্দোলন, সেই আনসার বাহিনীকে মাঠে নাইতাছেন আরও এই চট করে ঢুকে যাইতাছেন, হরতাল ডাকতাছেন এসব বাদ দিন, এসব করে কোন লাভ হবে না।

শাখাওয়াত সাহেবকে বদলে ফেলা হল। এই পক্ষ ও পক্ষ কেউ তার কথার মূল্যায়ন করলো না। আমাদের শতভাগ ঠান্ডা মস্তিষ্কের প্রফেশনাল সেনাপ্রধানও বলে বসলেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচন ইনক্লুসিভ হবে না। তাই তিনি তাদের রিফাইন্ড গ্রুপকে নেতৃত্ব এনে নির্বাচনে দেখতে চান।

আমার মনে প্রশ্ন, আওয়ামী লীগ নিয়ে এত কথা, সমালোচনা। ফেসবুক পোস্ট, তর্ক বিতর্ক। আওয়ামী লীগ কি কেথাও কোন পর্যায়ে নিজেদের শুদ্ধ হবার কোন প্রচেষ্টা প্রদর্শন করেছ?

আমি কোথাও দেখি নাই। আমি আমার মনে বেজে উঠছে!যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই!!!