এলে না দুপুরে
জলের নুপুরে
ঢেউ এর ছন্দ তুলে
ছায়াগুলো যায়,পাতার মায়ায়
বিরহের পুষ্প খুলে।
কে বাজায় বাঁশি
এতো কাছে আসি
কে ছিটায় শাদা ফুল
কার পথ চেয়ে, একা গেয়ে গেয়ে
মেঘগুলো খুঁজে ভুল !
এলে না দুপুরে
জলের নুপুরে
ঢেউ এর ছন্দ তুলে
ছায়াগুলো যায়,পাতার মায়ায়
বিরহের পুষ্প খুলে।
কে বাজায় বাঁশি
এতো কাছে আসি
কে ছিটায় শাদা ফুল
কার পথ চেয়ে, একা গেয়ে গেয়ে
মেঘগুলো খুঁজে ভুল !
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এলে না দুপুরে
জলের নুপুরে
ঢেউ এর ছন্দ তুলে- চমৎকার!!
ছোট কিন্তু সুন্দর কবিতা প্রিয় ইলিয়াস ভা্ই।
একটু যেন দুলে দুলে উঠলাম পড়তে পড়তে।
ছন্দে ছন্দে ভরা খুব ভালো লাগলো …..