ছায়াগুলো যায়

এলে না দুপুরে
জলের নুপুরে
ঢেউ এর ছন্দ তুলে
ছায়াগুলো যায়,পাতার মায়ায়
বিরহের পুষ্প খুলে।

কে বাজায় বাঁশি
এতো কাছে আসি
কে ছিটায় শাদা ফুল
কার পথ চেয়ে, একা গেয়ে গেয়ে
মেঘগুলো খুঁজে ভুল !

4 thoughts on “ছায়াগুলো যায়

মন্তব্য প্রধান বন্ধ আছে।