বিশ্বস্ত পুকুরগুলো

এই হাঁসজীবন জমা রেখে যেতে চাই
বিশ্বস্ত পুকুর যেমন করে ধুয়ে দেয়
মাছরাঙার ঠোঁট-
ভোরে,
যেভাবে নোলক পরা নারী পা ভিজিয়ে
ঝরায় কম্পন-
আর যে জল আমার হয়ে স্পর্শ করে সুলতা’র ব্রণ।

বনজীবন পাশে রেখে যে মেঘ মধুচন্দ্রিমায়
চায় – মানুষের ভালোবাসা,
কয়েকটি জোনাকী সাজিয়ে রাখে চাঁদ
একান্তে নিজের খোঁপায়।

বেণীর ঐশ্বর্য দেখে কেঁপে উঠে সলাজ পুকুর
রাধিকাও হাঁক দেয়- কই গেলে ওগো মনচোর!

6 thoughts on “বিশ্বস্ত পুকুরগুলো

  1. বেণীর ঐশ্বর্য দেখে কেঁপে উঠে সলাজ পুকুর
    রাধিকাও হাঁক দেয়- কই গেলে ওগো মনচোর! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।