নির্বাচিত নক্ষত্র থেকে

আপনি যে বয়সে চলে গিয়েছিলেন, আমি সেই বয়স
পার করছি পিতা। পাড়ি দিচ্ছি, আপনার রেখে যাওয়া
মেঘ,স্রোত, মোহনা। নির্বাচিত নক্ষত্র থেকে কিছু আলো
এই মাটিতে ছিটিয়ে দিয়ে বলছি-
আজকের সবগুলো চাঁদ, উৎসর্গিত হোক মুজিবের নামে..

দেখছি, বত্রিশ নম্বরের সামনে ফোটে থাকা প্রতিটি
গোলাপ, দর্শনার্থীদের কীভাবে দেখাচ্ছে নিজস্ব যাদুবিদ্যা
কীভাবে, মায়ের হাত ধরে একটি শিশু কাটপেন্সিল দিয়ে
আঁকছে সাতই মার্চের সেই শাণিত আঙুল।

এই বাংলায় প্রতিটি ভোরে, মানুষেরও আগে
যে পাখিগুলো উচ্চকণ্ঠ হয়- দেখছি তাদের চাহনি,
এক টুকরো দমকা হাওয়া ফিরছে ঘরে,
এই মানচিত্রকেই তার স্বদেশ জানি।

2 thoughts on “নির্বাচিত নক্ষত্র থেকে

  1. যার বুক জুড়ে আঁকা লক্ষ মৃত্যু, ধর্ষণ আর ক্ষুধার্ত রাতের প্রাপ্তি –
    একাকী নিভৃত আত্মায় উচ্চারিত চিরকালীন বাঙালী …
    একটি বিজয়ের দীর্ঘ উচ্চারণ – জয়বাংলা। জয় বঙ্গবন্ধু।

  2. শুভ হোক বঙ্গবন্ধুর জন্মদিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    কবিতা জন্য ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।